০৮ অক্টোবর ২০২৫, বুধবার, ১২:১৩:৫৩ পূর্বাহ্ন
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক — রাজশাহী-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী সানিয়াত হোসেন শুভ’র মিট দ্য প্রেস
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৫
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক — রাজশাহী-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী সানিয়াত হোসেন শুভ’র মিট দ্য প্রেস

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক” — এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সানিয়াত হোসেন শুভ আয়োজন করেন ‘মিট দ্য প্রেস’।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১:৩০ মিনিটে রাজশাহী নগরীর চিলিস চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

লিখিত বক্তব্যে সানিয়াত হোসেন শুভ নিজেকে পরিচয় দেন রাজশাহী-৪ আসনের পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সরদার আমজাদ হোসেনের সন্তান হিসেবে। তিনি বলেন,
“আমি এমন এক পরিবারের সন্তান, যেখানে রাজনীতি মানে ছিল মানুষের সেবা, সততা আর অঙ্গীকারের প্রতিশ্রুতি। আমার পিতা সরদার আমজাদ হোসেন বাগমারার মাটি ও মানুষের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি রাজনীতি করেছেন মানুষের চোখের জল মুছে দিয়ে, মুখে হাসি ফোটানোর বিশ্বাসে।”

তিনি আরও বলেন,
“তার পাঁচ দশকের রাজনৈতিক জীবন আমাকে শিখিয়েছে, রাজনীতি ক্ষমতার নয়, বরং দায়িত্বের নাম। তাই আমিও সেই আদর্শকে ধারণ করেই রাজনীতিতে এসেছি।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের প্রতি নিজের দৃঢ়তা প্রকাশ করে শুভ বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতিকে স্বাধীনতার পর আত্মনির্ভরতা, উৎপাদনশীলতা ও জাতীয় মর্যাদার পথে দাঁড় করিয়েছিলেন। সেই ধারার উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও আপসহীনভাবে মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রজন্মের ভাষায় '৩১ দফা নতুন বাংলাদেশ রূপরেখা' উপস্থাপন করে জাতিকে দিকনির্দেশনা দিচ্ছেন।”

তিনি বলেন, বাগমারা একটি সম্ভাবনাময় জনপদ, কিন্তু বহুদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। তরুণদের কর্মসংস্থান, আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্যের মূল্য নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

অনুষ্ঠানে বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে তিনি দলীয় মনোনয়ন পেলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে বাগমারাকে একটি উন্নয়ন ও মর্যাদার জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন