১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ০৫:২৮:৩৮ পূর্বাহ্ন
আইটিএফ টেনিসে ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২৫
আইটিএফ টেনিসে ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার

বাংলাদেশের টেনিস ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করলেন তরুণ খেলোয়াড় জারিফ আবরার। রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনূর্ধ্ব–১৮ টেনিস টুর্নামেন্টের বালক একক ফাইনালে থাইল্যান্ডের টপসিড–ওয়ান নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২–০ সেটে হারিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের প্রথম টেনিস খেলোয়াড়, যিনি আইটিএফ আয়োজিত কোনো টুর্নামেন্টে একক শিরোপা জিতলেন। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের ২ নম্বর কোর্টে শুরু হয় বালক এককের ফাইনাল ম্যাচটি। রোমাঞ্চকর এ খেলায় প্রথম সেটটি টাইব্রেকারে ৭–৬ (৭–৩) ব্যবধানে জেতেন জারিফ আবরার। দ্বিতীয় সেটে প্রতিপক্ষের শক্ত প্রতিরোধের মুখে পড়লেও স্থিরতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে ৬–৪ গেমে জয় নিশ্চিত করেন তিনি।


শেষ সেটে পাঁচটি ম্যাচ পয়েন্ট হাতছাড়া করেও অবশেষে জয়ের হাসি নিয়ে কোর্ট ছাড়েন জারিফ। তার এই সাফল্যকে বাংলাদেশের টেনিসে এক যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

একই দিনে বালিকা এককের ফাইনালটিও ছিল টানটান উত্তেজনায় ভরা। প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে মুখোমুখি হন চীনের জিজি ইয়ান এবং মালদ্বীপের টপসিড–টু আরা আসাল আজিম। প্রথম সেটে ৭–৫ গেমে জয় পান জিজি ইয়ান। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৬–৩ গেমে জেতেন আসাল আজিম। নির্ধারণী তৃতীয় সেটে আবারও দারুণ পারফরম্যান্স দেখান জিজি ইয়ান এবং ৬–৩ গেমে সেটটি জিতে চ্যাম্পিয়ন হন।

খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ বলেন,“বাংলাদেশের মতো দেশে আন্তর্জাতিক মানের টেনিস আয়োজন এবং এখান থেকে চ্যাম্পিয়ন বের হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তরুণদের এমন সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা জোগাবে।”

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান বলেন,“জারিফ আবরারের এই জয় আমাদের টেনিস ইতিহাসে এক স্মরণীয় ঘটনা। দেশের টেনিস খেলোয়াড়দের মধ্যে এখন আত্মবিশ্বাস ফিরে আসবে। আমরা চাই, এই প্রতিভাবান খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে নিয়ে যাক।”

এ বছর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ১২টি দেশের ৭০ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। দক্ষিণ এশিয়া ছাড়াও পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকেও খেলোয়াড়রা অংশ নেন।

দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখর ছিল রাজশাহী টেনিস কমপ্লেক্স। তরুণ জারিফ আবরারের ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশের টেনিস অঙ্গনে নতুন আশার আলো দেখা দিয়েছে।


শেয়ার করুন