০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ০১:৫৮:২১ পূর্বাহ্ন
‘আমার মেয়র-তোমার মেয়র, মামদানি-মামদানি’—বাংলাদেশিদের স্লোগানে মুখর কুইন্স
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৫
‘আমার মেয়র-তোমার মেয়র, মামদানি-মামদানি’—বাংলাদেশিদের স্লোগানে মুখর কুইন্স

ইতিহাস গড়লেন জোহরান মামদানি। এক ঐতিহাসিক ভোটে জয় পেয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তম নগরী নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ নেতা। তার এই জয়ে উচ্ছ্বাসে মেতেছে প্রবাসী বাংলাদেশিরা।


মঙ্গলবার (৪ নভেম্বর) রাতেই মামদানির জয়ের খবর আসার সঙ্গে সঙ্গে নিউইয়র্কের কুইন্স এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। বিশেষ করে জ্যামাইকায় বসবাসরত বাংলাদেশিদের উচ্ছ্বাসে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। এ সময় তারা স্লোগান দেয়, ‘আমার মেয়র, তোমার মেয়র- মামদানি, মামদানি’, ‘শ্রমিক শ্রেণির মেয়র- মামদানি, মামদানি’।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সড়কে নেমে স্লোগান দেওয়া বাংলাদেশিদের হাতে ব্যানারে লেখা ছিল, ‘জ্যামাইকার বাংলাদেশি আমেরিকানরা মামদানির জন্য।’


ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার শিক্ষাবিদ মাহমুদ মামদানির পুত্র জোহরান মামদানি তার প্রচারণার শুরু থেকেই বাংলাদেশি সম্প্রদায়ের বিপুল সমর্থন পেয়েছিলেন। প্রচারণার বিভিন্ন সমাবেশে তিনি বাংলায় কথা বলে প্রবাসীদের মন জয় করেন।


ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মামদানি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন। তিনি পরাজিত করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে, যাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এই জয়ের মাধ্যমে জোহরান মামদানি হয়েছেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র। একই সঙ্গে তিনি এই নগরীর প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকান জন্ম নেওয়া মেয়র। প্রায় এক শতাব্দীর মধ্যে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে তরুণ মেয়র।


শেয়ার করুন