১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৯:০২ অপরাহ্ন
গভীর রাতে বাবর নেতাকর্মীর নিয়ে ছুটে গেলেন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৫
গভীর রাতে বাবর নেতাকর্মীর নিয়ে ছুটে গেলেন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হঠাৎ শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান বিভিন্ন পর্যায়ের নেতারা। শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে তারা হাসপাতালে উপস্থিত হয়ে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, হঠাৎ অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার সঙ্গে ছিলেন ঢাকা-৭ আসনের নেতা মোহাম্মদ ইসহাক সরকার, রাকসু নির্বাচনে আলোচিত ছাত্রনেতা আবিদ, রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও বিভাগের সাংগঠনিক নেতা ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল, ব্যবসায়ী সংগঠনের নেতা মো. আলি আহমেদ খান আবিরসহ আরও অনেকে।

নেতারা হাসপাতালে কিছুক্ষণ অবস্থান করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। রাজনৈতিক নেতাদের ভাষ্য, বেগম খালেদা জিয়ার অসুস্থতা জাতির জন্য উদ্বেগের বিষয় এবং পুরো দেশ তার সুস্থতার অপেক্ষায় রয়েছে।

হাসপাতাল ত্যাগের আগে উপস্থিত নেতারা একযোগে প্রার্থনা করেন:

“আল্লাহুম্মা রাব্বান নাস, আযহিবিল বাস, ইশফি আনতাশ শাফি, লা শিফায়া ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা।”

তাদের প্রত্যাশা—আল্লাহ যেন খালেদা জিয়াকে অতি দ্রুত সম্পূর্ণ সুস্থ করে সাধারণ মানুষের মাঝে ফিরিয়ে দেন।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও উপস্থিত নেতারা জানান, মেডিকেল বোর্ড তার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন