২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৫৫:৪৮ পূর্বাহ্ন
প্রতিদিন ৮০০ বার হামলা চালাচ্ছে রুশ সেনারা
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২২
প্রতিদিন ৮০০ বার হামলা চালাচ্ছে রুশ সেনারা

ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভালেরি ঝালুঝনি স্বীকার করেছেন, দোনবাসের দিকে সাফল্য পাচ্ছে রুশ সেনারা। তিনি জানিয়েছেন বর্তমানে অবস্থা ‘তীব্র’। তবে বিষয়টি এখন নিয়ন্ত্রণে আছে। 

কানাডার ডিফেন্স চিফ অব স্টাফ ওয়েন ডোনাল্ড আয়রির সঙ্গে একটি বৈঠক শেষে বুধবার এমনটি জানিয়েছেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ।

তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের সেনাদের অবস্থান লক্ষ্য করে গড়ে ৮০০ বার হামলা চালাচ্ছে রুশ সেনারা। 

এ ব্যাপারে ইউক্রেনের কমান্ড ইন চিফ বলেন, আামি আমার সহকর্মীকে সম্মুখভাগের অবস্থান নিয়ে জানিয়েছি। অবস্থা গুরুতর তবে নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও বলেন, শত্রুরা (রুশ সেনারা) সম্মুখভাগের সব দিক দিয়ে এগিয়ে আসছে। একই সময়ে শত্রুরা গড়ে প্রতিদিন আমাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে ৭০০-৮০০ বার হামলা করছে। এ জন্য ব্যবহার করছে ৪০-৬০ হাজার গুলি। 

তিনি জানান রুশ সেনাদের মূল লক্ষ্য হলো ইউক্রেনীয় সেনাদের সম্মুখভাগ থেকে সরিয়ে দেওয়া। 

এ ব্যাপারে ইউক্রেনের কমান্ড ইন চিফ বলেন, শত্রুদের প্রধান প্রচেষ্টা হলো দোনেৎস্ক ওব্লাস্ট থেকে আমাদের সেনাদের সরিয়ে দেওয়া। বর্তমানে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আভদিভকা-পিস্কি-মারিয়াঙ্কাতে।

শেয়ার করুন