রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় মিনারুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত ১০টার দিকে চারঘাট-বাঘা সড়কের এছেরের বটতলা এলাকায়।
নিহত ব্যক্তি হলেন পার্শ্ববর্তী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর এলাকার জাবেদ আলী মন্ডলের ছেলে মিনারুল হক (২৮)। আহতরা হলেন একই এলাকার জুয়েল রানার ছেলে বাপ্পি আহম্মেদ (৩০) ও শাহাদুল হকের ছেলে পলাশ আহম্মেদ (১৮)।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, মৃত ও আহতরা মোটরসাইকেলযোগে হাবাসপুর থেকে চারঘাটের দিকে যাচ্ছিলেন। এসময় একটি আখ বোঝাই ট্রাক্টরের ধাক্কায় তারা রাস্তায় পড়ে যান। পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে মিনারুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত বাপ্পি ও পলাশকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ময়নাতদন্তের পর বুধবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।