১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০২:১৩:০০ পূর্বাহ্ন
এস এম আহসান স্মৃতি পুরস্কারে পেলেন আরএমপির ওসি মাছুমা মুস্তারী
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৫
এস এম আহসান স্মৃতি পুরস্কারে পেলেন  আরএমপির ওসি মাছুমা মুস্তারী

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীকে “এস এম আহসান স্মৃতি পুরস্কার” প্রদান করা হয়েছে।


বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সমাজসেবামূলক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অসামান্য ভূমিকার জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়।


শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হয়।


এ বছর এস এম আহসান স্মৃতি পুরস্কার পান তিনজন পুলিশ কর্মকর্তা। তারা হলেন—

আরএমপির এয়ারপোর্ট থানার ওসি মাছুমা মুস্তারী,

পটুয়াখালীর কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এবং

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. বুলবুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বিপিএম বাহারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের এনডিসি শেখ মো. সাজ্জাত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ড. এম আকবর আলী।


এ সময় বক্তারা বলেন, ওসি মাছুমা মুস্তারী তার দায়িত্বকালীন সময়ে কমিউনিটি পুলিশিং জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন। তার এই অর্জন অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শেয়ার করুন