২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৭:০৫:৫৬ পূর্বাহ্ন
গুলিবিদ্ধ হাদি থাইল্যান্ডে নেওয়ার প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক যাওয়ার সম্ভাবনা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৫
গুলিবিদ্ধ হাদি থাইল্যান্ডে নেওয়ার প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক যাওয়ার সম্ভাবনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হতে পারে বলে জানিয়েছে তার পরিবার।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে হাদিকে ব্যাংককে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য ইতোমধ্যে প্রায় ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

সূত্র জানায়, শুরুতে হাদিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তার চিকিৎসার গন্তব্য পরিবর্তন করে থাইল্যান্ডের ব্যাংকক নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, শরিফ ওসমান হাদি এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন। তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

চিকিৎসকদের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষেই হাদিকে বিদেশে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে পরিবার ও চিকিৎসক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন