অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে অভিষেক আসরেই বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে নামা এই তরুণ তুর্কি গত শুক্রবার পার্থ স্কর্চার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন।
৪ ওভার বল করে ৩৩ রান খরচায় তিনি শিকার করেছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যা এখন পর্যন্ত বিগ ব্যাশে তার সেরা বোলিং ফিগার। এই কৃতিত্বের পর রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন তার সতীর্থ এবং অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড। বর্তমানে ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন রিশাদ।
পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করা পার্থকে ১৫০ রানে আটকে দেওয়ার ক্ষেত্রে রিশাদের বোলিং ছিল অত্যন্ত কার্যকর। সেই ম্যাচে ২৮ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া টিম ডেভিড রিশাদের বোলিং বুদ্ধিমত্তার প্রশংসা করে বলেন যে, প্রথমবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে এসে রিশাদ যেভাবে মানিয়ে নিয়েছেন তা সত্যিই অভাবনীয়।
ডেভিডের মতে, বাউন্ডারি ছোট হওয়া সত্ত্বেও রিশাদের হাতে বল তুলে দিতে অধিনায়ক দ্বিধাবোধ করেন না, কারণ তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ব্যাটারদের দুর্বলতা বুঝে বল করতে পারেন। রিশাদের মধ্যে বিশেষ কিছু গুণ রয়েছে যা তাঁকে বর্তমান সময়ের অন্য লেগ স্পিনারদের থেকে আলাদা করে তুলেছে বলে মনে করেন এই অজি ব্যাটার।
বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে রিশাদ হোসেনের এই যাত্রা কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর আগে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে সাকিব আল হাসান অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে মোট ৬টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন।
সাকিবের সেই রেকর্ড ভাঙতে রিশাদের আর মাত্র ৪টি উইকেটের প্রয়োজন। তবে রিশাদের মূল লক্ষ্য এখন চলতি মৌসুমের সেরা উইকেট শিকারির মুকুট অর্জন করা। ধারাবাহিকভাবে এমন বোলিং বজায় রাখতে পারলে তিনি খুব দ্রুতই বিগ ব্যাশে সাকিবের করা অর্জনকে অতিক্রম করবেন বলে ক্রীড়া বিশ্লেষকরা ধারণা করছেন।
শুক্রবার পার্থকে ৪ উইকেটে হারিয়ে হোবার্ট হারিকেন্স পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। রিশাদ এই ম্যাচে ব্যাটিং করার সুযোগ না পেলেও বল হাতে যে পরিপক্বতা দেখিয়েছেন, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
আগামী ২৯ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে হোবার্টের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে রিশাদের ঘূর্ণি দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা। অস্ট্রেলিয়ার দ্রুতগতির ও বাউন্সি উইকেটে রিশাদের এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের লেগ স্পিন আক্রমণের নতুন শক্তি হিসেবে গণ্য হবে।

