কৃষ্ণ সাগরে তীরে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া অঞ্চলের একটি রুশঘাঁটি ড্রোন হামলা হয়েছে।
শনিবার ভোরে কৃষ্ণ সাগরের তীরে বন্দরনগরী সেভাটোপোলের ওই রুশঘাঁটিতে হামলা করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর তাসের।
সেখানে একটি ভবনের ওপর ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বন্দরনগরী সেভাটোপোলে রাশিয়ার নিয়োজিত প্রশাসক মিখাইল রাজভোজহায়েভ এ কথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেভা যায় রুশঘাঁটির একটি ভবনের চূড়ায় কিছু একটা জ্বলছে। সেখান থেকে কালো ধুঁয়ার কুণ্ডুলী ছড়িয়ে পড়ছে।
রুশঘাঁটিতে এর আগে গত জুলাই মাসে প্রথম ড্রোন হামলা হয়েছিল। তার আগে গত এপ্রিলে কৃষ্ণ সাগরে একটি রুশ যুদ্ধজাহাজে মিজাইল হামলা হয়। এতে ওই জাহাজটি ডুবে যায়।