নওগাঁর আত্রাইয়ে
প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মামুন শেখ (৩৫) নামে এক মাদক
সেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা অর্থদন্ড
দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচরিক।
রবিবার রাত্রি আনুমানিক সারে সাতটার দিকে উপজেলা সমাজসেবা
অফিস সংলগ্ন এলাকায় অভিযানকালে এই দন্ড দেন ভ্রাম্যমান আদালতের
বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
দন্ডপ্রাপ্ত মানুন শেখ উপজেলার শিবপুর গ্রামের দলিল শেখের ছেলে।
জানাযায়, মামুন শেখ দির্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত।
রোববার সন্ধায় উপজেলা সমাজসেবা অফিস সংলগ্ন এলাকায় সে
প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়
ভ্রাম্যমান আদালতের বিচারক। মাদক সেবন অবস্থায় মামুন শেখকে
আটকের পর তৎক্ষনাৎ মোবাইল কোর্ট বসিয়ে তাকে ৩ মাসের
বিনাশ্রম কারাদন্ড ও ৫্#৩৯;শত টাকা অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন,
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।