২৮ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৮:৩৫:২১ পূর্বাহ্ন
আরএমপি মতিহার থানার অভিযানে ১৯৯ পিচ ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২২
আরএমপি মতিহার থানার অভিযানে ১৯৯ পিচ ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

আরএমপি মতিহার থানা পুলিশের অভিযানে ১৯৯ পিচ ফেনসিডিলসহ হাবিবুল বাসার পিয়ারুল @ পিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

রোববার রাতে মতিহার খোঁজাপুর মধ্যপাড়া এলাকায় থেকে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। সোমবার গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আরো জানান, আরএমপি মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহীনের দিক নির্দেশনায় এসআই পলাশ আলী, এসআই আমানত উল্লাহ, এএসআই শাওন আলী, পুলিশ সদস্য শাহিনুর রহমান, ফজলে রব, বকুল হোসেনসহ গোপন সংবাদের ভিত্তিতে খোজাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় খোঁজাপুর মধ্যপাড়ায় এলাকার মৃত আক্কাস অরোফে আক্কাস কাটানীর ছেলে হাবিবুল বাসার পিয়ারুল পিয়া (৩৫) কে ১৯৯ বোতল আমদানী নিষিদ্ধ ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মতিহার থানায় মাদক মামলা হয়েছে।

শেয়ার করুন