২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:২৭:১৭ অপরাহ্ন
পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার সময় শিবিরকর্মী আটক
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৩
পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার সময় শিবিরকর্মী আটক

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার অভিয়োগে শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল নয়টার দিকে পুঠিয়ার তারাপুর থেকে আটক করা হয় তাকে।


আটক শিবিরকর্মীর নাম আব্দুল কাদের (২০)। তিনি উপজেলার বেলপুকুর এলাকার লতিফুল ইসলামের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদে ও কেয়ারটেকার সরকারের দাবিতে ডাকা অবরোধ সফল করতে মঙ্গলবার সকালে পিকেটিং করে শিবিরকর্মীরা। এসময় পুঠিয়া থানা পুলিশ শিবিরকর্মী কাদেরকে গ্রেপ্তার করে।


পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে একজন শিবির কর্মীকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


এদিকে মঙ্গলবার সকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা অবরোধ চলাকালে হেলমেট বাহিনী পুঠিয়ার বেলপুকুর ও ভড়ুয়াপাড়া এলাকায় দুটি ট্রাক ভাঙচুর করে বলেও পুলিশ জানায়।


শেয়ার করুন