১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ০৩:৫৪:১৭ অপরাহ্ন
ভিক্ষুককে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৬
ভিক্ষুককে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ভিডিও ভাইরাল

মাদারীপুরে এক ভিক্ষুককে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভিক্ষুকের ওপর হামলার পরের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।



সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ভিক্ষা করে বাড়ি ফেরার পথে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় ওই ভিক্ষুকের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। ভুক্তভোগী কিনাই ফকির মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা।


জানা গেছে, জন্ম থেকেই তিনি বুদ্ধিপ্রতিবন্ধী। সহজ-সরল কিনাই ফকির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে ভিক্ষা করে জীবনযাপন করেন। সোমবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ি ফেরার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে কুপিয়ে জখম করে এবং তার কাছে থাকা ভিক্ষার টাকা ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান, সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভিক্ষুকের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনাটি লোকমুখে শুনেছি। থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন