০২ এপ্রিল ২০২৫, বুধবার, ০৯:২২:২১ অপরাহ্ন
ঈদে ছুটি না পেয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২৫
ঈদে ছুটি না পেয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

নারী বিশ্বকাপের বাছাইপর্বের খেলা পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে। ২০২৫ বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে সেখানে অংশগ্রহণ করবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দলও। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এই বাছাইপর্ব। সে কারণে ঈদুল ফিতরের ছুটি মেলেনি নারী ক্রিকেটারদের।


ক্যাম্পে থাকা জ্যোতি-সোবহানা মোস্তারিরা আজ সোমবার ঈদ উদযাপন করছেন মিরপুরে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দলের অধিনায়ক জ্যোতি। সেখানে তিনি বলেন, 'আমি বলবো যে দেশের ডিউটির জন্যই আমরা যেতে পারছি না। কিন্তু সবার সাথে ছিলাম ভালো লাগছে অনেক।'

'অনেকে আছে যারা পরিবারের সাথে দূরে থাকাটা নিতে পারে না। ঈদের দিনটাতে পরিবারের সাথে থাকতে চায়। আমাদের দলে ফাহিমা আপু আছে, রিতু আপু আছে, তারা অনেক বেশি ইমোশনাল। ওনারা পরিবারকে অনেক বেশি মিস করছে।'


পরিবার থেকে আলাদা ঈদ উদযাপন করা ক্রিকেটারদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে জ্যোতি বলেন, 'মারুফা-স্বর্ণা এরা ছোটো। তো আজকে একটা একসাথে গেট টুগেদারের উদ্যোগ নিয়েছে বিসিবি। তো ঈদের দিনটা একটু হলেও স্পেশাল হয়েছে।'

পরে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বলেন, 'ঈদের পরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্ব খেলা রয়েছে। সেখানে আমাদেরকে ভালো করতে হবে। সুতরাং এটা আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা ঈদের সময় ট্রেনিংটা কন্টিনিউ করব।'


'ঈদের দিন হয়তো ট্রেনিংটা থাকবে না। আগে পিছের ট্রেনিংটা চলতে থাকবে। কারণ আমরা যদি ছুটি দিতে চাই, সেই বিরতিটা আমাদের দলের জন্য ভালো হতো না।'-যোগ করেন তিনি।

শেয়ার করুন