ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হতে মাত্র দুই সপ্তাহ বাকি থাকলেও একের পর এক ইনজুরির কবলে পড়ছে অংশগ্রহণকারী দেশগুলো। কিউই শিবিরের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে তারকা পেসার অ্যাডাম মিলনের ইনজুরি, যার ফলে তিনি আসন্ন এই মেগা ইভেন্ট থেকে ছিটকে গেছেন।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলার সময় মিলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। মিলনের এই আকস্মিক অনুপস্থিতিতে নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন দীর্ঘকায় পেসার কাইল জেমিসন। শুক্রবার (২৩ জানুয়ারি) কিউই কোচ রব ওয়াল্টার মিলনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেমিসনকে দলে নেওয়ার ঘোষণা দেন।
অ্যাডাম মিলনে এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে দারুণ ফর্মে ছিলেন এবং ৯ ম্যাচে ৭ দশমিক ৬১ ইকোনমিতে ১১টি উইকেট শিকার করেছিলেন। গত রোববার এমআই কেপটাউনের বিপক্ষে ম্যাচ চলাকালীন তিনি চোট পান এবং পরবর্তীতে স্ক্যানে তার হ্যামস্ট্রিংয়ে বড় ধরনের সমস্যা ধরা পড়ে।
মিলনের এই দুর্ভাগ্যজনক বিদায় নিয়ে কোচ রব ওয়াল্টার বলেন, অ্যাডাম বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করেছিলেন এবং তার এমন বিদায় দলের জন্য অত্যন্ত হতাশাজনক। বর্তমানে মিলনের দ্রুত সুস্থতা ও পুনর্বাসনের দিকে নজর দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
অন্যদিকে, কাইল জেমিসনের জন্য এই ইনজুরি বিশ্বকাপের দরজা খুলে দিয়েছে। জেমিসন বর্তমানে নিউজিল্যান্ড দলের হয়ে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে খেলছেন, যেখানে তিনি সর্বশেষ ম্যাচে ৪১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স করেছেন। যদিও তিনি প্রাথমিকভাবে বিশ্বকাপের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন, তবে মিলনের ইনজুরিতে তিনি এখন মূল ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন।
আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দলগুলো কোনো অনুমোদন ছাড়াই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে, যার পূর্ণ সুবিধা নিয়েছে নিউজিল্যান্ড। কিউই কোচ জেমিসনকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন যে, কাইল আমাদের পেস বোলিং বিভাগের এক অবিচ্ছেদ্য সদস্য এবং তার অভিজ্ঞতা ও দক্ষতা আসন্ন টুর্নামেন্টে দলের শক্তি অনেক বাড়িয়ে দেবে।
নিউজিল্যান্ডের পেস বিভাগ নিয়ে আগে থেকেই কিছুটা দুশ্চিন্তা ছিল কারণ ম্যাট হেনরি ও লকি ফার্গুসন পিতৃত্বকালীন ছুটির কারণে বিশ্বকাপে থাকছেন না। এমন অবস্থায় জেমিসনের অন্তর্ভুক্তি দলকে কিছুটা স্বস্তি দিলেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে এখন নতুন কাউকে যুক্ত করতে হতে পারে কিউইদের।
আগামী ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ইনজুরি আর পারিবারিক কারণে মূল পেসারদের কয়েকজনকে না পাওয়া কিউইদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা মোকাবিলা করে বিশ্বমঞ্চে লড়াই করতে হবে ব্ল্যাক ক্যাপসদের।

