৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ১২:৩২:২২ অপরাহ্ন
সচিবালয়ে ভুয়া পাস দেখিয়ে প্রবেশের দায়ে ৩ জনের কারাদণ্ড
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৬
সচিবালয়ে ভুয়া পাস দেখিয়ে প্রবেশের দায়ে ৩ জনের কারাদণ্ড

বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় এক সরকারি কর্মচারীকেও আইনের আওতায় আনা হয়েছে। গত ২৫ জানুয়ারি এ ঘটনা ঘটে। 


আটক ব্যক্তিরা হলেন- মো. আলিফ শরীফকে ১ মাসের কারাদণ্ড, ​মো. আশিককে ৭ দিনের কারাদণ্ড ও​ মো. দিদারুল আলমকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং টিম গত ২৫ জানুয়ারি সচিবালয়ে তল্লাশি চালিয়ে দুই জন অননুমোদিত ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে অবৈধ পাসের মাধ্যমে ভেতরে প্রবেশ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন।


এদিকে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সচিবালয়ে অননুমোদিত গাড়ি প্রবেশ ঠেকাতেও মনিটরিং জোরদার করা হয়েছে। বর্তমানে স্টিকারবিহীন অথবা মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত কোনও গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


এ বিষয়ে​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫’ যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে এই নিয়মিত তদারকি চালানো হচ্ছে। সচিবালয়ের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


শেয়ার করুন