০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৫৭:১২ অপরাহ্ন
বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়কে শিক্ষার্থীরা
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২২
বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়কে শিক্ষার্থীরা

বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। এ সময় বনানী থেকে গুলশান-২ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী জানায়, আমরা হাফ ভাড়া দিতে চাইলে খারাপ আচরণ করে আমাদের সঙ্গে। তাই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব। 

বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমরা। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন