১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:১৪:২৩ পূর্বাহ্ন
আমাকে জেলে রাখা হলে দেশের ক্ষতি হবে : সালমান এফ রহমান
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৪
আমাকে জেলে রাখা হলে দেশের ক্ষতি হবে : সালমান এফ রহমান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও রাজনীতিবিদরা। বেশি জেরা করা হচ্ছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

তিনি ডিবিকে আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, দেশের মানুষ আমাদের ওপর খেপে যাচ্ছেন। তিনি পাত্তা দেননি। ছাত্র অন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, ‘পুলিশ এতো ভালো কাজ করছে। সেনাবাহিনী কেন পারছে না। এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই।’

শেয়ার করুন