২২ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৭:১৫:১০ পূর্বাহ্ন
দুই ট্রফি নিয়ে রংপুরে রাইডার্স বাহিনী
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৫
দুই ট্রফি নিয়ে রংপুরে রাইডার্স বাহিনী

রংপুর রাইডার্স দল আসবে শুনে সকাল থেকেই রংপুর স্টেডিয়ামে মানুষের অপেক্ষা। সময়ের সঙ্গে সঙ্গে দুপুর গড়াতেই স্টেডিয়ামসহ আশপাশ জনসমুদ্রের পরিণত হয়। রংপুরের লাখো মানুষ বরণ করে নেয় রংপুর রাইডার্স দলকে। গতকাল দুপুরে হেলিকপটারে রংপুরে নামেন দলটির ক্রিকেটাররা।


গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শিরোপা জেতা দল শুরুতে হাজার খানেক জার্সি উপহার দেয় ভক্তদের। রংপুরবাসীও সাদরে গ্রহণ করে রংপুর রাইডার্সের ক্রিকেটারদের। মাঠে প্রবেশের পর মঞ্চে আসেন রাইডার্সের ক্রিকেটাররা। জমকালো অনুষ্ঠানে ক্রিকেট ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ক্রিকেটাররা। ভালোবাসার জবাবে দলের কোচ এবং ক্রিকেটাররাও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।


২০১৭ সালে বিপিএলের পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। ওটাই ছিল বিপিএল মঞ্চে রংপুরের প্রথম এবং শেষ ট্রফি। রংপুরের ক্রিকেট ভক্তদের আক্ষেপ, বিপিএলের মঞ্চ থেকে দ্বিতীয় ট্রফিটা পায়নি রংপুর। দ্বিতীয় ট্রফি নিয়ে উল্লাস করতে চায়। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৮ ম্যাচই জিতেছে। বিপিএল ট্রফি রাজশাহী থেকে রংপুরে নেওয়া হয়েছে প্রদর্শনীর জন্য। ট্রফি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, 'দোয়া করবেন যেন বিপিএল ট্রফিটা নিয়ে আসতে পারি।' গ্লোবাল সুপার লিগের ট্রফি এবং বর্তমানে অনুষ্ঠানরত বিপিএলর ট্রফি প্রদর্শন করা হয়।


টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, 'রংপুর রাইডার্স এই মাঠে এসে বিপিএলের অনুশীলন করবে, ম্যাচও খেলবে সুযোগ থাকলে। আমরা ট্রফি জয় করে রংপুরে আসব ইনশাআল্লাহ।' রংপুর দলের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার মাইক্রোফোন হাতে সবাইকে অবাক করে দিয়ে বললেন, 'আসসালামু আলাইকুম।' সালাম শুনে রংরপুরবাসী চিৎকার দিয়ে সালামের জবাব দিল। এরপর মিকি আর্থার বললেন, 'যদিও আমি অনেক বেশি বাংলা জানি না। তবে আপনাদের ভালোবাসায় আমি অবাক।' ট্রফি প্রদর্শনীর মাঠে ছিল বিপিএল ২০২৫ এর মাসকটা 'ডানা ৩৬'ও। রংপুর জেলা স্টেডিয়ামে দর্শকদের জন্য করা হয় কনসার্টও। রংপুর রাইডার্সের ক্রিকেটাররা ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করেন, সন্ধ্যায় আতশবাজি ফুটানো হয়।


শেয়ার করুন