০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪১:২৩ পূর্বাহ্ন
ইমামের বাসায় দুর্ধর্ষ চুরি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
ইমামের বাসায় দুর্ধর্ষ  চুরি

নগরীর কাজলায় ইমামের বাসায় চুরি

স্টাফ রিপোর্টারঃ নগরীর কাজলা সাঁকোপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও

খতিব মুফতি মোঃ আব্দুল হাকিমের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।

এসময় ৬ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন খোয়া গেছে। সোমবার

দিবাগত রাতে কাজলার বৌ-বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ইমাম

আব্দুল হাকিম জানান, ভাড়া বাসায় তিনি ও তার স্ত্রী থাকেন। রাত আড়াইটার

দিকে ঘুমিয়ে ভোর সোয়া ৪টার দিকে নামাজ পড়ানোর জন্য ঘুম থেকে ওঠে

মসজিদে যাওয়ার সময় দেখেন বাইরে থেকে দরজা লাগানো। তারপর সন্দেহ হলে

ঘরে ঢুকে দেখেন ওয়ারড্রপের ড্রয়ার খোলা এবং জামা কাপড় আরও কিছু

জিনিসপত্র এলোমেলো অবস্থায় দরজার কাছে পড়ে আছে। তখন চুরির বিষয়টি

বুঝতে পেরে স্ত্রীকে ঘুম থেকে ডেকে দেখেন তাদের জিনিসপত্র হারিয়েছে।

জানালার গ্রিলের ভিতর বড় একটা লম্বা লাঠি এবং ঘরের প্রধান দরজা বাইরে

থেকে আটকানো। পরে প্রতিবেশীদের সাহায্যে দরজা খোলা হয়। এ ঘটনায়

মতিহার থানায় লিখিত অভিযোগ করেছি। এ বিষয়ে মতিহার থানা পুলিশের

অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এমন একটি অভিযোগ

পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

শেয়ার করুন