১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার, ০১:৩২:৫৮ অপরাহ্ন
নুডুলস খেতে গিয়ে শিশুর গলায় আটকালো সেফটিপিন
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২২
নুডুলস খেতে গিয়ে শিশুর গলায় আটকালো সেফটিপিন

মায়ের হাতে নুডুলস খেতে গিয়ে তিন বছরের শিশুর গলায় আটকিয়েছে আস্ত একটা সেফটিপিন। এক্স-রে করার পর বিষয়টি নিশ্চিত করেছেন শিশুর বাবা শফিকুল ইসলাম (৩২)।

জানা যায়, নাটোরের লালপুর উপজেলার বড় বাড্ডা এলাকার শফিকুল ইসলামের তিন বছরের মেয়ে জিদনী। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে তার মা জুলেখা বেগম নুডুলস খাওয়ানোর সময় ভুলবশত শিশুটির গলায় আটকে যায় সেফটিপিন। তৎক্ষণাৎ শিশুটি বমি করতে শুরু করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে বাঘা সেবা ক্লিনিকে ভর্তি করানো হয়।

রাতেই সেবা ক্লিনিক থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত ডাক্তার। ৩৩ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। শিশুটি বর্তমানে সুস্থ আছে।

শিশু জিদনীর ভাই জানান, নুডুলস খাওয়ানোর সাথে সাথে গলায় কি যেন আটকে যায়। সে তৎক্ষণাৎ বমি করতে শুরু করে।পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে ভর্তি করানো হয়। এখন স্যালাইন চলছে।

শেয়ার করুন