গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছেন তিনি।
স্ট্যাটাসের পর থেকেই শুভকামনায় ভাসছেন ঢাকাই সিনেমার এ আলোচিত অভিনেত্রী।
মাহির কোলজুড়ে অতিথি আসতে সময় রয়েছে কমপক্ষে আরও ৭ মাসের বেশি। চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা মাহি।
তবে এখনই নিজের অনাগত সন্তানের নাম ঠিক করে ফেলেছেন এ নায়িকা।
‘পোড়ামন’ নায়িকা বলেন, ‘আমার যদি মেয়ে হয় তাহলে নাম রাখব ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ!’
শনিবার সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে হাজির হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন মাহি।
নিজের নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’র ট্রেলার মুক্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ‘ফারিশতা’ নামে মাহির একটি রেস্তোরাঁ আছে গাজীপুরে তেলিপাড়া বাজারে। চলতি বছরের প্রথম রমজানে এটি চালু করেন তিনি। এবার সেই ‘ফারিশতা’র নামেই মেয়ের নাম রাখার কথা জানালেন নায়িকা।
সংবাদ সম্মেলনে মাহি বলেন, ‘আমি মা হতে যাচ্ছি, এটা আনন্দের খবর। আমরা আনন্দের খবর কেন লুকিয়ে রাখি তা জানি না। আমার কাছে মনে হয়েছে, এতো বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক হবে না। তবে বাসার সবাই বলেছিল, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে, না বলে দেই।’
তিনি আরও বলেন, ‘মা হতে যাওয়ার অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। প্রথম তো! তবে আম্মু, আব্বু এবং ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে।’