০১ অক্টোবর ২০২৩, রবিবার, ০৭:০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
১০ বছর কারাভোগের পর আবারও পুরনো পেশায়
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
১০ বছর কারাভোগের পর আবারও পুরনো পেশায়

ফেনীর দাগনভূঞায় ছিনতাই মামলায় ১০ বছর কারাভোগ করেছিলেন ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার বাসিন্দা আলী হোসেন। কিছু দিন আগে কারাগার থেকে ছাড়া পেয়ে সহযোগীদের নিয়ে আবার পুরনো পেশায় নেমে পড়েন তিনি। 

গত মঙ্গলবার দুপুরে দাগনভূঞা উপজেলার বেকেরবাজারে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে গৃহবধূ ফরিদা আক্তার স্বপ্নার কাছ থেকে ৩৫ হাজার ছিনতাই করে তারা। এর মধ্যে আলী হোসেন ছাড়াও ইমাম হোসেন ও রাকিব হোসেন নামে দুজন রয়েছে।

পরে ঘটনার দুই দিনের মাথায় শুক্রবার রাতে ছাগলনাইয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেন (৩১) ছাড়াও মটুয়া এলাকার মৃত রহিম উল্যাহর ছেলে ইমাম হোসেন (২৬) ও রাঁধানগর ইউনিয়নের উত্তর আঁধারমানিক এলাকার ফিরোজ মিয়ার ছেলেকে (১৯) গ্রেফতার করে পুলিশ। 

তাদের কাছ থেকে লুণ্ঠিত ৩০ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, গ্রেফতারকৃতদের আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন