১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩৮:২১ পূর্বাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি—২, ৪, ১১ ও ১২
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি—২, ৪, ১১ ও ১২

দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে যাচ্ছে। তবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্নতা রয়েছে। কোথাও ১২ দিন আবার কোনো কোনো প্রতিষ্ঠানে মাত্র দুই দিনের ছুটি দেওয়া হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।


এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ছুটি দাঁড়াবে ১১ দিন। ৭ অক্টোবর থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৮ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে।


এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। ৫ অক্টোবর আবার যথানিয়মে ক্লাস শুরু হবে। এর মধ্যে ফাতেহা-ই- ইয়াজদাহমের ছুটিও অন্তর্ভুক্ত করেছে অধিদপ্তর। এ ছাড়া ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি।


কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজায় মাত্র দুই দিনের ছুটি থাকবে ১ ও ২ অক্টোবর। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিত ছুটি পাবে তারা।


এদিকে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন।


২০২৫ সালের ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।


৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।


শেয়ার করুন