০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৮:০৩ অপরাহ্ন
নগরীতে দিন-দুপুরে এক বাড়ি থেকে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
নগরীতে দিন-দুপুরে এক বাড়ি থেকে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরি

রাজশাহী নগরীর কাটাখালি পৌরসভার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দিনে দুপুরে আজ বুধবার দুপুরে ওই এলাকার জাহাঙ্গীর ড্রাইভারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোররা ওই বাড়ি থেকে প্রায় সাড়ে চার লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে নগরীর কাটাখালি থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।


বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মত জাহাঙ্গীর ও তার সন্তান কাজে বের হন। জাহাঙ্গীরের স্ত্রী জুলেখা বেগম সবজি বাজার করতে বৌ বাজারে যান। বৌ বাজার থেকে বাড়ি ফিরে তিনি দেখতে পান বাড়ির আলমারি, সুকেশ, বাক্সো সব কিছুর তালা ভাঙ্গা। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন বাড়িতে চোর ঢুকে মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরিকৃত মালামালের মধ্যে রয়েছে, সাড়ে তিন ভরি স্বর্ণের গহনা, দুই ভরি রুপা ও নগদ ৩০০০০ টাকা।


এ বিষয়ে জাহাঙ্গীর আলম কাটাখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর কাটাখালি থানা পুলিশ জাহাঙ্গীর আলমের বাড়ি পরিদর্শন করেন। বিষয়টি খতিয়ে দেখে মালামালপত্র উদ্ধার ও চোর গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।


শেয়ার করুন