০৫ এপ্রিল ২০২৫, শনিবার, ০৪:৪৮:০০ পূর্বাহ্ন
রাজশাহীতে আ.লীগ-ওয়ার্কার্স পার্টির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৪
রাজশাহীতে আ.লীগ-ওয়ার্কার্স পার্টির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজশাহীতে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গতকাল বুধবার রাতে সংশ্লিষ্ট থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নেতা–কর্মীরা হলেন ওয়ার্কার্স পার্টির নেতা মো. আলাউদ্দিন (৩৫), নওহাটা পৌর আওয়ামী লীগের কর্মী বজলুর সরকার (৫২) ও পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক (৬২)।

আলাউদ্দিন রাজশাহী নগরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। বজলুর সরকারের বাড়ি রাজশাহীর এয়ারপোর্ট থানার মহানন্দাখালী দক্ষিণপাড়া গ্রামে। আব্দুর রাজ্জাক পবার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, গতকাল বুধবার রাতে সংশ্লিষ্ট থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।


শেয়ার করুন