০১ মে ২০২৪, বুধবার, ১০:৫৫:৪৮ অপরাহ্ন
আমাদের সময় কোনো দল বা গোষ্ঠীর তাঁবেদারি করে না বলেই পাঠকপ্রিয়
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৩
আমাদের সময় কোনো দল বা গোষ্ঠীর তাঁবেদারি করে না বলেই পাঠকপ্রিয়

রাজশাহীতে নানা কর্মসুচির মধ্য দিয়ে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশে সাংবাদিকতার একটি নতুনধারা চালু হয়েছে আমাদের সময়ের হাত ধরেই।


পত্রিকাটি কখনো কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর তাঁবেদারি করে নি। বরং খোলাহাতে তারা সত্যের পক্ষে অবস্থান নিয়ে চলেছে। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে যেমন সোচ্চার থেকেছে তেমনি সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের বার্তাও ইতিবাচকভাবে সমাজে পৌঁছে দিয়েছে। এ কারণে পত্রিকাটি সবশ্রেণীর পাঠকের কাছে শক্ত অবস্থান নিশ্চিত করেতে পেরেছে’।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মহা. হবিবুর রহমান, রাজশাহী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক তানজিমুল হক ও সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।


দৈনিক আমাদের সময়ের রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দৈনিক কালবেলার ব্যুরোপ্রধান আমজাদ হোসেন শিমুল, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এনায়েত করিম, সময় টিভির সিনিয়র রিপোর্টার মওদুদ রানা, দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক রিমন রহমান ও অনলাইন নিউজপোর্টাল বাংলার জনপদের চিফ রিপোর্টার মাসুমা ইসলাম।


পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে নানা শ্রেণী ও পেশাও পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন