২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:৪১:০০ অপরাহ্ন
টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
  • আপডেট করা হয়েছে : ২৮-০৯-২০২২
টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর লাইন নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মধুমিতা এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নুর মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বুধবার ভোরে মধুমিতা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে অপর এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এর ফলে স্বাভাবিক ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে।


টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত


রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ চালাবে বলেও জানান নুর মোহাম্মদ খান।

শেয়ার করুন