২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:১৬:০৪ অপরাহ্ন
হরিপুরের ৭০ শিক্ষার্থী বিষক্রিয়া জনিত কারণে অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ পায়নি চিকিৎসা বিভাগ
ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
হরিপুরের ৭০ শিক্ষার্থী বিষক্রিয়া জনিত কারণে অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ পায়নি চিকিৎসা বিভাগ

গতকাল সকাল আনুমানিক ১১ঃ০০ ঘটিকার সময় ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার শীতলপুর উচ্চ  বিদ্যালয়ে স্থাপিত নলকূপের পানি পান করে বিষক্রিয়া জনিত কারণে ৭০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল বলে কথাউঠে। 

এই বিষয়ে হরিপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন  যে, গতকাল দুপুর  আনুমানিক ১ঃ৫০ ঘটিকার সময় অসুস্থ  জনিত কারণে  সংশ্লিষ্ট উপজেলার শীতলপুর উচ্চ বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীকে প্রথমত  চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে একই বিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থীকে অসুস্থ্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসে বিদ্যালয় কতৃপক্ষ ও তাদের   স্বজনরা। চিকিৎসার জন্য  শিক্ষার্থীদের পরিক্ষা নিরীক্ষা  করা হলে ৭ জন শিক্ষার্থীর মাঝে হালকা পেট বেথা, মাথা ঘুরা, বমি বমি ভাবের লক্ষণ পরিলক্ষিত হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তিনি বলেন অপর ৬৩ জন শিক্ষার্থী আতংকিত হয়ে অসুস্থ অবস্থায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।  ৭জন শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসাধীন রেখে ৬৩ জনকে গতকালকেই ছাড়পত্র প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সকালে আরও ৪জনকে ছাড়পত্র প্রদান করা হয়।  চিকিৎসা বিভাগের বরাত দিয়ে তিনি  বলেন,  শিক্ষার্থীরা বিষক্রিয়া জনিত কারণে অসুস্থ হয়েছে এমন সুনির্দিষ্ট প্রমাণ পায়নি হাসপাতাল কতৃপক্ষ। তাছাড়া সন্দেহ যুক্ত নলকূপের পানি সংগ্রহ করে  পরিক্ষা নিরীক্ষার জন্য ঢাকার জনস্বাস্থ্য ইনিস্টিউটে পাঠানো হয়েছে। পরিক্ষার ফলাফল আমাদের হাতে পৌছালে নিশ্চিত হওয়া যাবে যে সখানে বিষক্রিয়া জনিত কিছু ঘটেছে কিনা। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা বলেন, বিষক্রিয়ার সুনির্দিষ্ট কোন প্রমাণ পায়নি চিকিৎসা বিভাগ  এটা পেনিক এটাক বলছেন চিকিৎসকরা।

শেয়ার করুন