প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রাজশাহী জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় হতে প্রকাশিত তালিকায় ইউএনও সোহেল রানাকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে মনোনীত করা হয়েছে।
সম্প্রতি জেলায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির মাধ্যমে এই ঘোষণা প্রদান করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে বাছাই কমিটির মাধ্যমে এ সংক্রান্ত একটি মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রার্থীর তালিকা জেলায় পাঠানো হয়।
সেই তালিকা হতে জেলার প্রতিটি উপজেলা থেকে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে সেখানে যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।