০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:০১:২৯ পূর্বাহ্ন
কুড়ালের কোপে বৃদ্ধের পর হামলাকারীর মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২২
কুড়ালের কোপে বৃদ্ধের পর হামলাকারীর মৃত্যু

নওগাঁর পত্নীতলায় কুড়ালের কোপে বৃদ্ধর মৃত্যুর পরে সেই হামলাকারীও মৃত্যু হয়েছে।

হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, রবিবার (৯ অক্টোবার বিকালে উপজেলার আমাইড় ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে আছির উদ্দিন( ৭০) নামের এক বয়স্ক ব্যক্তি বাড়ির নিকটে মাছ ধরছিল এমন সময় একই ইউনিয়নের কৃষ্ট রামপুর গ্রামের গুনির মানসিক ভারসাম্যহীন ছেলে ফয়জুল(৪৭) নামের এক ব্যক্তি তাকে পেছন হতে কুড়াল দিয়ে আঘাত করেলে আছির উদ্দীন আহত হয়ে টলে পরে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে করালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে মারা যান।

এ ঘটনায় স্থানীয় জনতা ফয়জুল (৪৭) কে পুলিশে দেওয়ার জন্য তার বাড়ী হতে ধরে এনে লালাপুর মোড়ে বেঁধে রাখে, বাঁধা অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারনা সে ভয়ে টেনশনে স্ট্রোক করে মারা গেছে।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ্ বলেন দুইজনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে রিপোর্ট আসলে জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।

শেয়ার করুন