বাগমারার তাহেরপুর ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও তাহেরপুর বড় মসজিদের ইমাম মাওলানা সাইদুল হাসান আনসারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাইদুল হাসান আনসারী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
হৃদরোগে আক্রান্ত বুধবার দিবাগত রাত আনুমানিক ৮ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম মাওলানা সাইদুল হাসান আনসারী মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মাওলানা সাইদুল হাসান আনসারী’র তাহেরপুর পৌরসভার জামলই গ্রামের বাসিন্দা।
সাবেক অধ্যক্ষ মাওলানা সাইদুল হাসান আনসারী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।