২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ০৯:৪০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে আদালতে জয়
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২২
হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে আদালতে জয়

হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে ঢাকার সিএমএম আদালতে হাজির হয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।

রোববার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে পৌঁছান তিনি।

সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে সাক্ষ্য দেবেন জয়।

অপহরণ করে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে এ মামলা হয়। ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।

আলোচিত এ মামলায় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। শফিক রেহমান ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

এ মামলায় শফিক রেহমান ও মাহমুদুর রহমান জামিনে আছেন। বাকি ৩ জন যুক্তরাষ্ট্রে।

শেয়ার করুন