ইসরাইলের সেনাবাহিনীর (আইডেএফ) এক নারী সদস্যের ওপর হামলার দায়ে ১৭ বছরের এক ইহুদি কিশোরকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।
অধিকৃত পশ্চিমতীরের প্রাচীন শহর হেবরনে গত শনিবার ইহুদিদের এক ধর্মীয় উৎসবে ফিলিস্তিন ও ইসরাইলিদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে ওই নারী আইডিএফ সদস্য হামলার শিকার হন। খবর জেরুজালেম পোস্টের।
পরে ভিডিও ফুটেজ দেখে ওই কিশোরকে শনাক্ত করে মঙ্গলবার তাকে গ্রেফতার করে জেরুজালেম মেজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার উগ্রপন্থি ইহুদিরা ইসরাইলের পতাকা নিয়ে হেবরন শহরে মিছিল করতে গেলে ফিলিস্তিরা তাদের ধাওয়া করেন।
এ সময় ইসরাইলি ও ফিলিস্তিনি যুবকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ থামাতে গেলে ইহুদি যুবকরা ইসরাইলি সেনাদের ওপরও হামলা চালায়।