ঢাকায় কর্মরত রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের সারি দেখা গেছে। উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে ডিআরইউতে।
বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ২০টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৩ জন। নির্বাচন কেন্দ্র করে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনজুরুল আহসান বুলবুল।