২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
রাজশাহীতে জমির বিরোধের সংঘর্ষে ২ ভাই নিহত
  • আপডেট করা হয়েছে : ১৭-১২-২০২২
রাজশাহীতে জমির বিরোধের সংঘর্ষে ২ ভাই নিহত

রাজশাহীর চারঘাটে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার বিকালে পৌনে ৫টার দিকে চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পশ্চিমপাড়ার দেদার হোসেনের ছেলে আজিজুর রহমান আজিজ (৪৫) ও জেকের হোসেনের ছেলে আকরাম হোসেন (৬০)। আজিজুর ও আকরাম সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, নিহত আজিজ ও আকরাম হোসেন সম্পর্কে আপন চাচাত ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে আড়াই বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়রা একাধিকবার বিরোধ নিম্পত্তির জন্য শালিশ বৈঠক বসলেও কোন সুরাহ হয়নি।

শনিবার বিকেলে বিরোধপুর্ণ জমিতে আকরাম আলী (৬০) ফসল ফলানোর উদ্দেশ্যে সার ছিটাতে গেলে প্রতিপক্ষ আজিজ প্রতিবাদ করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেধে যায়। এ সংবাদ দুপক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তমালিকা সরকার আকরাম পক্ষের আকরাম আলী এবং আজিজ পক্ষের আজিজকে নিহত ঘোষনা করেন।

চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদেরকে রামেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন