শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসের পর রাজধানীর শাহবাগের সড়ক ছেড়ে দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) সনদধারী চাকরিপ্রত্যাশীরা।
বুধবার বিকাল ৪টার দিকে তারা সড়ক থেকে উঠে গেলে শাহবাগ থেকে মৎস্য ভবন অভিমুখী সড়কে যান চলাচল শুরু হয়। তবে সড়ক ছেড়ে দিলেও তারা এখন জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে শতাধিক নিয়োগপ্রত্যাশী অবস্থান নেন। এতে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।
চাকরিপ্রত্যাশীরা বলছেন, সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পদ শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ পাচ্ছেন না তারা।
‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন’-এর ব্যানারে দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন এই চাকরিপ্রত্যাশীরা। সংগঠনটির সভাপতি আমির হোসেন বলেন, দেশে প্রায় ৪০ হাজার নিবন্ধিত শিক্ষক রয়েছে। খালি পদ রয়েছে প্রায় ৯০ হাজার। আমরা শিক্ষক হিসেবে নিবন্ধন পেয়েছি। কিন্তু আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না।
চাকরিপ্রত্যাশীদের পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষক হিসেবে নিবন্ধন দেয় নন গভর্মেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটি (এনটিআরসিএ)।
‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন’-এর সাধারণ সম্পাদক জিএম ইয়াছিন বলেন, এনটিআরসিএ নিবন্ধন দিলেও প্রতিষ্ঠানটি নানা কৌশলে হয়রানি করছে, পদ খালি থাকার পরেও সুপারিশ করছে না।
শাহবাগ থানার পরিদর্শক মাহফুজ আহমেদ জানান, আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। এতে যানজট তৈরি হয়।