২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৪:০৩:১১ অপরাহ্ন
সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে কিনা, জবাবে যা বললেন কাদের
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২২
সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে কিনা, জবাবে যা বললেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সামনে রেখে সুসংগঠিত, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলতে চাই আমরা। আগামী সরকার পরিচালনার জন্য আমরা প্রস্তুত।

আওয়ামী লীগের এবারের কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জানা মতে দলে সেক্রেটারি হওয়ার মতো ১০ জন অভিজ্ঞ নেতা আছেন। কে হবেন সেটি নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামত। সব কিছুর প্রতিফলন ঘটবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে। 

বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাঠ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের আগে এসব কথা বলেন তিনি। 

শেখ হাসিনা আওয়ামী লীগে অপরিহার্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সভাপতি আমাদের অপরিহার্য। যিনি (শেখ হাসিনা) সভাপতি তিনি আমাদের ঐক্যের প্রতীক। এই মতের ভিন্ন একজন কাউন্সিলরও খুঁজে পাওয়া যাবে না। এ নিয়ে কোনো প্রশ্ন নেই।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, সাহাবুদ্দিন ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন