নীলফামারীর ডোমারে গৃহবধূ হত্যার মামলার আসামি শাশুড়ি ফারজিনা আক্তারকে (৫৫) রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল। গ্রেপ্তার ফারজিনা নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার খয়রুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত মে মাসে ফারজিনা আক্তারের বাড়িতে ছুরিকাঘাতে খুন হন তাঁর পুত্রবধূ। এ ঘটনায় ফারজিনা, তাঁর ছেলে ফারুক হোসেনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত গৃহবধূর বড় বোন। এ মামলার ২ নম্বর আসামি ফারজিনা আক্তার।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর আসামি ফারজিনা আক্তারকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।