৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০৫:৪৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
নওগাঁয় সুজনের আয়োজনে 'অংশগ্রহণমুলক নির্বাচন
মো: তৌফিকুর রহমান শিশির নওগাঁ থেকে
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২২
নওগাঁয় সুজনের আয়োজনে 'অংশগ্রহণমুলক নির্বাচন নওগাঁয় সুজনের আয়োজনে 'অংশগ্রহণমুলক নির্বাচন

নওগাঁয়  সুজন- সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির আয়োজনে 'অংশগ্রহণমুলক নির্বাচন ও নাগরিক সংগঠনের ভূমিকা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  


বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। 


সংলাপে ড. বদিউল আলম মজুমদার বলেন, সকল নাগরিক সংগঠনের দায়িত্ব হল সকল দলের উপর নজরদারি রাখা। যাতে করে কনো দল অন্যায়, অবিচার করতে না পারে। সমাজের সকল স্থানে নাগরিকরা যেনো তাদের সঠিক মূল্যায়ন পায়, এই দিকে নজরদারি রাখতে হবে সংগঠনগুলোকে।


তিনি আরও বলেন, রাজনৈতিক যে হানাহানি, হামলা মামলা এটি বন্ধ করতে হবে। এই অপরাজনীতি থেকে নাগরিকদের মুক্ত করতে হবে।  এই প্রতিহিংসার রাজনীতিকে রুখতে নাগরিক সংগঠনগুলোকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। 


সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি অ্যাড. তোফাজ্জল হোসেন,  অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক রায়হানুল আলম, সুজনের নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এ.কে সাজুসহ নাগরিক সংগঠনের নেতা, সাংবাদিক ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন