গুম হয়ে যাওয়া সকল ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে মানবাধিকার সংগঠন "অধিকার" এর উদ্যোগে, মানবাধিকার বহির্ভূত গুম এবং হত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে *মানববন্ধন ও র্যালি* অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন ও র্যালি হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মোঃ মাইনুদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন "অধিকার" সদস্য আবু মোহাম্মদ কায়সার,সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর মোঃ ফাহিম রেজা,গুম হওয়ার পর মুক্তি প্রাপ্ত ব্যাক্তি মোঃ সাইরুল ইসলাম,আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন "অধিকার" রাজশাহীর অর্থ বিষয়ক উপদেষ্টা মোঃ মেহেদী সজীব, রাজশাহী সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল প্রমুখ।