২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০৫:৩১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
কেশরহাটে মিনি গ্যালারী উদ্বোধন
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৩
কেশরহাটে মিনি গ্যালারী উদ্বোধন

মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয় মাঠে নবনির্মীত মিনি গ্যালারীর উদ্বোধন শেষে বিদ্যালয়ের অফিস সহকারির বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে গ্যালারির উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল।

গ্যালারী উদ্বোধন শেষে বিদ্যালয়ের অফিস সহকারি মোজাম্মেল হকের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং। অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়ন, সরকারি উন্নয়ন বরাদ্দ, বাস্তবায়ন এবং সমস্যাসহ নানা দিক নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ার করুন