পবায় ৪ নং হরিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হলদিবোনা ও গোপালপুরে দুইটি গ্রামের ছিন্নমূল আদিবাসী সম্প্রদায় মানুষের মাঝে রিয়েল স্টার সোসাইটির উদ্যোগে ৫০ টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ ও দুইটি এলাকায় ফ্রী মেডিক্যল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০ টার সময় হলদিবোনা হরিপুর পবায় গরীব সুস্থদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পবা হরিপুর ইউপির ৭ নং ওয়ার্ডের মেম্বার রাজু আহমেদ রাজু।
এসময় বক্তারা বলেন, এসব গরীব অসহায় মানুষের পাশে থাকতে পেরে নিজে অনেক গর্ববোধ করছি। আমরা সমাজে যারা বিত্তবান রয়েছি তারা সকলে যদি এসব মানুষের পাশে থেকি তাহলে হয়তো তাদের কষ্ট একটু হলেও কম হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সারাজীবন এসব ছিন্নমূল মানুষের পাশে থাকতে পারি এবং যতো কষ্ট আছে সেগুলো ভাগাভাগি করে নিতে পারি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পবা হরিপুরের ২ নং ওয়ার্ডের মেম্বার মুসফিকুর রহমান রাসেল, হরিপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নবাব আলী। উপস্থিত ছিলেন ছাত্রলীগের ৪ নং হরিপুর ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদিন নান্নু এবং সভাপতি ৬ নং ওয়ার্ড হরিপুর ইউনিয়ন তাহমীদ হাসান। সকাল থেকে দুঃস্থদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করে সন্ধ্যায় শেষ হয়।