২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:১০:২৮ অপরাহ্ন
জুনে চালু হতে পারে ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২২
জুনে চালু হতে পারে ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস

করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল। প্রায় ২৬ মাস পর বিশ্বজুড়ে যখন করোনা মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে তখনই চাকা গড়িয়েছে ঢাকা-কলকাতা এবং কলকাতা-খুলনা রুটের রুটে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। ১ জুন থেকে ঢাকা-শিলিগুড়ি রুটে চলবে মিতালী এক্সপ্রেস। এছাড়া দু’দেশের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে অনেক আগেই।

তাই এখন এই রুটে সরাসরি বাস সার্ভিস কবে চালু হবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আগামী ১০ জুন থেকেই শুরু হতে পারে ঢাকা-কলকাতা রুটে বাস সার্ভিস। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও সরকারিভাবে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

ঢাকা-কলকাতা রুটে সরাসরি বাস চালু না থাকলেও ঢাকা থেকে বেনাপোল বন্দরে নেমে আবার পেট্রাপোল স্থলবন্দর থেকে আলাদা বাসে কলকাতায় সার্ভিস চালু রেখেছে বেশ কয়েকটি পরিবহন সংস্থা। তবে এক্ষেত্রে পোহাতে হয় চরম ভোগান্তি।

শেয়ার করুন