২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৪:২০:৩৫ অপরাহ্ন
কত টাকা দিয়ে কে আ.লীগের নেতৃত্ব-মন্ত্রিত্ব পায় আমরাও জানি: ফখরুল
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৩
কত টাকা দিয়ে কে আ.লীগের নেতৃত্ব-মন্ত্রিত্ব পায় আমরাও জানি: ফখরুল

২০১৮ সালের একাদশ নির্বাচনে সময়ে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন- তার প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ফখরুল বলেন, ‘এটা মিথ্যাচার। এটা সৌজন্যমূলক নয়। কত টাকা দিয়ে কে আওয়ামী লীগের নেতৃত্ব পায়, কত টাকা দিয়ে কে মন্ত্রিত্ব পায়- এগুলো আমরাও জানি। ’

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গত সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে  স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে ফখরুল আরও বলেন, ‘আমরা স্থায়ী কমিটি ৭-৮ দিন ধরে বৈঠক করে মনোনয়ন দিয়েছি। সেখানে এতটুকু কোনো রকমের সমস্যা ছিল না। প্রশ্ন আসে আমরা তিনজন করে দিয়েছি কেন? তিনজন করে দিয়েছি আওয়ামী লীগের জন্য। আমরা জানি যে, আওয়ামী লীগ শয়তানি করতেই থাকবে। প্রার্থীকে বেআইনি ঘোষণা করবে, উপযুক্ত নয় ঘোষণা করবে, ট্রাইব্যুনাল থেকে আউট করে দেবে, সেজন্য বিকল্প প্রার্থী রাখতে হয়েছে। তাতে ওদের কি? আমরা তিনজন না ১০ জন রাখি তাতে তোমাদের কী?’

শেয়ার করুন