২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৮:১৩:৪২ পূর্বাহ্ন
‘এখনো লড়াই করতে পারাই’ ইউক্রেনের বড় বিজয়
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২২
‘এখনো লড়াই করতে পারাই’ ইউক্রেনের বড় বিজয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পা দিয়েছে ১০০তম দিনে। এখন হিসাব-নিকাশ চলছে ১০০ দিন পর কোথায় দাঁড়িয়ে আছে ইউক্রেন যুদ্ধ। 

গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি ইউক্রেনের রাজধানী কিয়েভ বলেছেন, এ যুদ্ধের হিসাব-নিকাশ দুইভাবে দেখা যেতে পারে।

প্রথম দিকটি হলো, রাশিয়ার আক্রমণ ঠেকাতে গিয়ে, ইউক্রেনকে তাদের ২০ ভাগ অঞ্চল মূল্য হিসেবে দিতে হয়েছে।

আল জাজিরার সাংবাদিক আরও বলেন, আর অন্য দিকটি হলো, ১০০ দিন পরও, ইউক্রেন এখনো লড়াই করছে। আমাদের মনে রাখতে হবে প্রথম দিকে ( রাশিয়া ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর) মনে হয়েছিল রাশিয়া রাজধানী কিয়েভ কয়েক দিনের মধ্যেই দখল করবে। 

সাংবাদিক জেইন বাসরাভি আরও বলেন, বিশেষজ্ঞরা মনে করেছিল কিয়েভের পতন হওয়ার পর, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পুরো ইউক্রেনের পতন হবে। কিন্তু বিষয়টি হলো ইউক্রেন এখনো (ইউক্রেন হিসেবে) দাঁড়িয়ে আছে। আর তার জন্য এটি অনেক বড় বিজয়। 

শেয়ার করুন