১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:১৫:১৭ অপরাহ্ন
বঙ্গবাজারে আগুনে আহত ৫ জন ঢামেক-বার্ন ইনস্টিটিউটে ভর্তি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৩
বঙ্গবাজারে আগুনে আহত ৫ জন ঢামেক-বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য, দোকান মালিক ও কর্মচারীসহ ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এতে আহত হন তারা। আহত অবস্থায় তাদের উদ্ধার হাসপাতালে নেওয়া হয়।




বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মো. মেহেদী হাসান (৩৫)। তিনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য। ঢামেকে ভর্তি চারজন হলেন- নিলয় (২২), শাহীন (৪০), রিপন মিয়া (৩৬), রুবেল (৩২)।




প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে যাওয়া ১৩ জনের মধ্যে আটজন পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্য। তারা হলেন- শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইসরাফিল ইসলাম (৪০), র‍্যাব-২-এর উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ (৪৭), ফায়ার সার্ভিসের সদস্য আতিকুর রহমান রাজন (৩৫), রবিউল ইসলাম অন্তর (৩৮), মেহেদী হাসান (৩৫), দিদারুল হক (৩৬), বাবুল চক্রবর্তী (৫৮)।



বাকি পাঁচজন দোকান মালিক ও কর্মচারী। তারা হলেন- দুলাল মিয়া (৬১), সোহেল (৪৮), সুমন মিয়া (৩৫), মিজানুর রহমান (৪৮), আশিক (২০), হাফিজুর রহমান (৪০)।



ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে আহত ১৮ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মী বার্নে ভর্তি আছেন। এছাড়া চারজন ঢামেকে ভর্তি হয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন