২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩৪:৫৫ অপরাহ্ন
‘আপনার ট্রেনের ফ্যান চলে না’, মন্ত্রী বললেন ‘দেখবো’
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৩
‘আপনার ট্রেনের ফ্যান চলে না’, মন্ত্রী বললেন ‘দেখবো’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মানুষ বিভিন্ন গন্তব্যে রওনা দেন। এতে ট্রেনে যাত্রীদের প্রচুর চাপ সৃষ্টি হয়। এ চাপ সামাল দেওয়ার লক্ষ্যে এবং ঈদযাত্রা আরামদায়ক করতে ৯ জোড়া বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। সেটি আগামীকাল ১৭ এপ্রিল থেকে শুরু হবে।

প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ২৯ হাজার যাত্রীসহ ৩৫ হাজারের মতো যাত্রী রাজধানী ছাড়বেন। এসব ব্যবস্থাপনা দেখতে রোববার দুপুর ১২টায় ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

স্টেশনের বিভিন্ন অংশ পরিদর্শনের সময় রেলমন্ত্রী প্ল্যাটফর্মে ঢোকার মুখে যাত্রীদের মুখোমুখি হোন। এসময় উৎসাহ উদ্দীপনা নিয়ে মন্ত্রী যাত্রীদের কাছে জানতে চান, সব কিছু ঠিক আছে তো?

এসময় যাত্রীদের কেউ ভালো, আবার কেউ মন্দ বলেছেন। এদেরই একজন হাত নাড়াতে নাড়াতে মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই গরমের মধ্যে আপনার ট্রেনের ফ্যান চলে না। আমাদের কষ্ট হয়।
এসময় মন্ত্রী বিব্রত হয়ে বলেন, আমি বিষয়টা দেখবো।

শেয়ার করুন