০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১২:৩৭ অপরাহ্ন
যুবককে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৩
যুবককে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের পূর্ব নুরনগর ব্রিজের ওপর মো. লিমন (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। 

আসামিদের দেওয়া তথ্য অনুসারে তাদের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ধারালো চাপাতি ও একটি অটোগিয়ার চাকু উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন— দোহার উপজেলার বানাঘাটা এলাকার মৃত ফোরহাদের ছেলে আরাফাত ইসলাম রাকিব, কাছারিঘাট এলাকার হান্নানের ছেলে আল আমিন (২০) ও নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল আওয়াল (৩৮)।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত চার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ঘটনার বিষয়টি স্বীকার করে। গুলিবিদ্ধ লিমন বর্তমানে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন।

শেয়ার করুন